INDIA vs NEW ZEALAND

কিউইদের কাছে হোয়াইট ওয়াশ ভারত

খেলা

ওয়াংখেড়েতে ভারত নিউজিল্যান্ড তৃতীয় টেস্টেও হার ভারতের। মোট তিনটি টেস্ট ম্যাচ জিতে ভারতের মাটিতে ভারতকে হোয়াইট ওয়াশ করলেন কেন উইলিয়ামসরা। দ্বিতীয় ইনিংসে ভারতের টার্গেট ছিল মাত্র ১৪৭ রানের । কিন্তু এই লক্ষ্যপূরণেও ব্যর্থ হলেন রোহিতরা। ১২১ রানেই অলআউট হয়ে যায় ভারত। ২৫ রানে  জিতল নিউজিল্যান্ড। 

একমাত্র ঋষভ পন্থ ছাড়া ( ৬৪ রান ) আর কেউই সেইভাবে নজর কাড়তে পারলেননা। যস্বশি জয়সোয়াল ( ৫ রান ) , রোহিত ( ১১ রান ) , শুবমান গিল ( ১ রান ) , বিরাট ( ১ রান ) , জাদেজা (৬ রান ) করে আউট হলেন ভারতের সেরা ব্যাটিং লাইনআপ। আজাজ প্যাটেল মোট ৫ টি উইকেট নেন নিউজিল্যান্ডের হয়ে। বিরাট, ঋষভ, শাদাব, জাদেজা ও ওয়াশিংটনের উইকেট নেন আজাজ। বেশ কয়েকবছর পর দেশের মাটিতে এইভাবে মুখ থুবড়ে পড়ল ভারত । প্রশ্ন উঠছে রোহিতের ক্যাপ্টেন্সি ও গম্ভীরের কোচিং নিয়েও। এইবার হয়তো ভারতীয় দলে বদলের সম্ভাবনা রয়েছে প্রবল।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন