এসএসসি একাদশ-দ্বাদশের নিয়োগে ১৮ নভেম্বর থেকে নথি যাচাইয়ের কাজ শুরু হবে। ২০,৫০০ পরীক্ষার্থীকে ডাকা হয়েছে ইন্টারভিউতে।
এসএসসি’র একাদশ-দ্বাদশ পরীক্ষায় ইন্টারভিউয়ের জন্য তালিকা প্রকাশিত হলো। শনিবার সন্ধ্যা নাগাদ তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। প্রায় ২০,৫০০ জনকে ডাকা হচ্ছে এই পর্বে। ইন্টারভিউয়ের পাশাপাশি চলবে নথি যাচাইয়ের কাজও। কমিশনের দপ্তরেই হবে এই কাজ।
এসএসসি’র এই পরীক্ষা হয়েছে দুর্নীতি এবং বেনিয়মের কারণে ২০১৬’র প্যানেল বাতিল হওয়ার কারণে। সুপ্রিম কোর্ট স্পষ্ট প্যানেল বাতিলের সিদ্ধান্ত নেওয়ার সময়ই জানায় স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার যোগ্য এবং অযোগ্যের তালিকা দেয়নি। শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল হয়ে যায়। সুপ্রিম কোর্ট নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগের নির্দেশও দিয়েছিল। সেই অনুযায়ী চলছে এই প্রক্রিয়া।
স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে আগামী ১৮ নভেম্বর থেকে ইন্টারভিউয়ের জন্য ডাকা যোগ্য প্রার্থীদের নথি যাচাইয়ের কাজ শুরু হবে। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রাথমিকভাবে কমিশনের তরফে একাদশ-দ্বাদশের ১২,৫১৪টি শূন্যপদ ঘোষণা করা হলেও পরে ৬৯টি পদ কমিয়ে সংশোধিত তালিকায় ১২,৪৪৫টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, প্রতি ১০০টি শূন্যপদের জন্য ১৬০ জন প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হবে।
সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে মামলাটিতে চাকরি বাতিলের নির্দেশ দিতে গিয়ে বলেন, পুরো বাছাই প্রক্রিয়াটিই কলঙ্কিত এবং সমাধান অসম্ভব। নথি নষ্ট করার ফলে পুরো প্রক্রিয়াটি আরও বেশি করে কলুষিত হয়েছে।
কিছুদিন আগে সর্বোচ্চ আদালতের কড়া নির্দেশে 'দাগি'-দের তালিকা প্রকাশ করে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশেই নতুন করে পরীক্ষার ব্যবস্থা করে কমিশন। চলতি বছরের ১৪ সেপ্টেম্বর হয় সেই পরীক্ষা। ৭ নভেম্বর হয় ফল প্রকাশ। এবার তার ভিত্তিতেই পরীক্ষার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে। ১২ হাজার ৫১৪ টি শূন্য পদের জন্য প্রায় ২ লক্ষ্য ১৬ হাজার ৫৪৩ জন পরীক্ষা দেন। তার মধ্যে ৩ হাজার ১২০ জন বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থী ও ছিলেন।
শিক্ষক পদে কর্মরতদের বড় অংশ, যাঁদের বিরুদ্ধে অস্বচ্ছতার কোনও অভিযোগ ছিল না, তাঁরাও কাজ হারিয়েছিলেন। এঁদের সকলে ইন্টারভিউতে ডাক পাননি।
SSC Interviews
এসএসসি: নথি যাচাই ১৮ নভেম্বর থেকে, ২০,৫০০ পরীক্ষার্থীকে ডাক ইন্টারভিউতে
ফাইল ছবি
×
Comments :0