wild elephant attack

জংলি হাতির আক্রমণে মৃত্যু যুবকের, বনবিভাগের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

জেলা

পায়ের ব্যাথা,ডাক্তার দেখাতে যাবার পথেই জংলি হাতির আক্রমণে মৃত্যু যুবকের। মৃতদেহ পরেছিল ধান ক্ষেতে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার জলপাইগুড়ি জেলার গজলডোবা সংলগ্ন বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া টাকি মারি চরের খটখটি ঘাট এলাকায়। ঘটনার পর থেকেই এলাকা ছেড়েছে বন বিভাগের কর্মীরা। ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম।
সংশ্লিষ্ট রেঞ্জারকে ডেপুটেশন দিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আবেদন গ্রামবাসীদের। ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা জানান, "এলাকাবাসীদের পক্ষ থেকে এই হাতির অত্যাচার নিয়েই ডেপুটেশন ছিলো রেঞ্জার্স অফিসে, সেটা জমাও দিয়েছি।  সেই সময় খবর পাই, রাজেশ ওরাও নামে এক যুবক পায়ের ব্যাথার জন্য শিলিগুড়িতে ডাক্তার দেখাতে যাচ্ছিলো বাইকে চেপে। সেই সময় একটি হাতি হঠাৎ জঙ্গল থেকে রাস্তায় উঠে আসে। রাজেশ বাইক থেকে নেমে যেতেই হাতি শুর দিয়ে পেঁচিয়ে নেয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।" 
স্থানীয়রা জানাচ্ছেন ওই যুবক সদ্য কেরালা থেকে বাড়ী ফিরেছিল। 
ঘটনার পর উত্তেজিত হয়ে ওঠেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে বনবিভাগের গাড়ি পৌঁছলে বিক্ষোভে ফেটে পরে। স্থানীয়রা জানাচ্ছেন ওই যুবক সদ্য কেরালা থেকে বাড়ী ফিরেছিল। সকাল ৯ টার ঘটনা হলেও বিকেল ৫ টা পর্যন্ত মৃত রাজেশের ক্ষতবিক্ষত দেহ ঘটনাস্থলেই পরে ছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এই প্রসঙ্গে স্থানীয় গ্রামবাসী নন্দ দাস অভিযোগ করেন, "এই পথ দিয়ে আমাদের শিলিগুড়ি যেতে হয় ব্যাবসার কাজে বা চাষবাসের জন্য। অথচ বন বিভাগকে বারবার জানানোর পরেও তাঁরা টহল দিতে আসে না। রোজ দিন প্রায় একশো হাতি জঞ্জল থেকে বেরিয়ে এসে গ্রামে তান্ডপ করে।"

Comments :0

Login to leave a comment