প্রতিকূলতার মধ্যে সিপিআই(এম)’র ফলাফল উল্লেখযোগ্য বললেন সিপিআই(এম)’র প্রবীণ নেত্রী বৃন্দা কারাত। বিহারে নির্বাচনী ফলাফল নিয়ে একথা বলেছেন সিপিআই(এম)’র প্রবীণ নেত্রী।
শুক্রবার কলকাতায় প্রমোদ দাশগুপ্ত ভবনে নভেম্বর বিপ্লব সংক্রান্ত আলোচনায় যোগ দিতে এসেছেন কারাত। তাঁকে বিহারের ফল নিয়ে প্রশ্ন করে সংবাদমাধ্যম।
বৃন্দা কারাত বলেছেন, বিহারের ফলাফল অপ্রত্যাশিত। ‘মহাগঠবন্ধন’ ধাক্কা খেয়েছে প্রবলভাবে। তার অংশ হিসেবে সিপিআই(এম)-কেও প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ফলাফল হতাশাজনক নয়। কারাত বলেন যে বিরোধী জোটের এই ফলাফলের কারণ খুঁজতে হবে।
এই সভা শুরু হওয়ার মুখে নির্বাচন কমিশন জানায় যে বিভূতিপুর কেন্দ্রে জয়ী হয়েছেন সিপিআই(এম) প্রার্থী অজয় কুমার। মানঝিতে সিপিআই(এম) প্রার্থী সত্যেন্দ্র যাদব তখন পিছিয়ে ৮১৫৮ ভোটে। তাঁর ওপর একাধিক হামলা হয়েছে নির্বাচনী প্রচার পর্বে। পিপরায় রাজমঙ্গল প্রসাদ ১০,৭৪৫ এবং হায়াঘাটে শ্যাম ভারতী ১১,৮৩৯ ভোটে পরাজিত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই চার কেন্দ্রেই ‘মহাগঠবন্ধন’-র অংশ হিসেবে ভোট লড়েছে সিপিআই(এম)।
কারাত বলেন, আমাদের নিজস্ব ভিত্তি বেড়েছে। যেখানে ভিত্তি জোরালো প্রতিকূলতার মধ্যেও সেই আসনে জয়ী হয়েছে সিপিআই(এম)।
তিনি বলেন, ভোটের আগে মহিলাদের দশ হাজার করে টাকা দেওয়া তো ছিলই। সেই সঙ্গে প্রচুর অর্থ বিলিয়েছে বিজেপি জোট। কিন্তু তার পরও বিজেপি জোট এনডিএ’র এই মাত্রায় জয় প্রত্যাশিত ছিল না। তার কারণ খুঁজতে হবে।
সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচন কমিশন জানিয়েছে বিজেপি জয়ী এবং এগিয়ে মোট ৯১ আসনে। জেডিইউ’র ক্ষেত্রে সংখ্যা ৮৩।
মহাগঠবন্ধন-র আরজেডি জয়ী এবং এগিয়ে ২৫ আসনে। কংগ্রেসের ক্ষেত্রে সংখ্যা ৬।
সিপিআই(এমএল) লিবারেশনের প্রার্থী সন্দীপ সৌরভ পালিগঞ্জ কেন্দ্রে জয়ী। কারাকট কেন্দ্রে প্রায় ৩ হাজার ভোটে এগিয়ে অরুণ সিং।
Comments :0