পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যে এসআইআরের কাজে বিএলওরা যেই সমস্যার মুখোমুখি হচ্ছে তার সমাধান করতে হবে নির্বাচন কমিশনকেই। মঙ্গলবার সুপ্রিম কোর্টের এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে এমনই বললো প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। প্রধান বিচারপতি বেঞ্চ এদিন কমিশনের উদ্দেশ্যে বলে, এসআইআরের কাজে রাজ্য সরকারের কাছ থেকে যদি কোন অসহযোগীতা করা হয় বা বিএলওদের যদি কোন সমস্যা হয় তবে তা আদালতের কাছে জানাতে। নির্দিষ্ট তথ্যর ভিত্তিতে আদালত তাদের রায় এবং পর্যবেক্ষন জানাবে।
কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী উল্লেখ করেন যে পশ্চিমবঙ্গে চাপের কারণে বিএলওদের আত্মহত্যা করতে বাধ্য করার কোনও প্রশ্নই ওঠে না কারণ তাদের ৩০-৩৫ জন ভোটারের ছয়-সাতটি বাড়ির গণনার কাজ করতে হয়।
বিচারপতি বাগচী বলেন, এটি কোন ঘরে বসে কাজ নয়। বিএলওদের ঘরে ঘরে গিয়ে এসআইআরের ফর্ম পূরণ করতে হবে এবং তারপর আপলোড করতে হবে। তিনি বলেন, ‘এটি যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়।’
এদিন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে বিএলওদের নিরাপত্তার প্রশ্নে রাজ্যকে চিঠি দেবে কংগ্রেস। উল্লেখ্য ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে চালু হয়েছে এসআইআরের কাজ। এখন সেই কাজ প্রায় শেষের মুখে। শেষের মুখে বিএলওদের নিয়ে নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে উঠে উঠেছে কমিশন, কেন প্রথম থেকে নিরাপত্তার ব্যবস্থা তারা করলেন না তা নিয়ে প্রশ্ন থাকছেই।
প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, কোনও রাজ্যের সরকার যদি বিএলও-দের নিরাপত্তা দিতে সহযোগিতা না করে, তবে কমিশনকে তা সুপ্রিম কোর্টকে জানাতে হবে। পরিস্থিতি বিবেচনা করে সেই মতো রাজ্যকে নির্দেশ দেবে শীর্ষ আদালত।
Supreme Court
এসআইআরের কাজে সমস্যা হলে তা জানাতে হবে আদালতকে
×
Comments :0