BOOK TOPIC — PRODOSH KUMAR BAGCHI | DAKGHAR ACHE AML NEI — NATUNPATA | 22 se SHARABON / WEDNESDAY 7 AUGHST 2024

বইকথা — প্রদোষকুমার বাগচী | যখন ডাকঘর আছে অমল নেই | নতুনপাতা — বাইশে শ্রাবণ / বুধবার ৭ আগস্ট ২০২৪

ছোটদের বিভাগ

BOOK TOPIC  PRODOSH KUMAR BAGCHI  DAKGHAR ACHE AML NEI  NATUNPATA  22 se SHARABON  WEDNESDAY 7 AUGHST 2024

বইকথা

‘ডাকঘর’ নাটকে অমলের বদলে থাকুক শুধু সুধা

প্রদোষকুমার বাগচী

নতুনপাতা

তোমরা সকলেই জানো যে পৃথিবীর চিরায়ত এক ছবির পরিচয় পাওয়া যায়
রবীন্দ্রনাথের ডাকঘরে। যেখানে রয়েছে অমল নামের একটি চরিত্র। মৃত্যুপথ যাত্রী
এক সরল শিশু হচ্ছে অমল। একথা বলার সঙ্গে সঙ্গে তোমাদের অনেকেই হয়তো বলে
বসবে যে, আমরাও অমলের কথা শুনেছি। ঐ নাটকে ছয় সাত বছরের রোগগ্রস্ত ছেলে
অমলের কল্পনাজগতকে সাজিয়ে তোলা হয়েছে ঐ নাটকে। অমল যেন বিশ্বপথিক। অনেক

আনন্দ ওর মনে।

তোমরা ঠিক বলেছো। এই নাটকটি একটি প্রতীকী নাটক। এই নাটকের সব চরিত্রই
প্রতীকী। রহস্য আর অজানাকে জানার জন্য রয়েছে চিঠি আর ডাকঘরের অনুপম
মেলবন্ধন। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ নাটক এটি।
আমি এখন যে বইটির কথা বলছি সেটি ডাকঘরের আদলে কল্পনার একটি নতুন
বিস্তার মাত্র। দুঃসাহসিকও। যারা অমলের কথা শুনেছো তারা সকলেই মাধব দত্ত আর
সুধার কথাও জান। সুধা একজন ফুল স্ংগ্রাহকের মেয়ে। এই বইয়ের লেখক ভেবেছেন যে
‘ডাকঘর’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অমল না থেকে যদি সুধা হতো, তাহলে কেমন হতো
নাটকটি? অভূতপূর্ব ভাবনা। অমল না হয়ে যদি সুধা এসে মাধবদত্তের ঘরে পালিতা
মেয়ে হয়ে থাকতো তাহলে কেমন হত নাটকের সংলাপ। তাহলে সেও কি জানালার ধারে
বসে থেকে অমলের মতোই ডাক হরকরা হতে চাইতো? যদি চাইতো তাহলে কি খুব

অন্যরকম হয়ে যেতো রবীন্দ্রনাথের ডাকঘর?

এই নাটকে অমলকে দেখা যাবে না। অমল না থাকার এই নাটক অথবা সুধার একলা এই
নাটক কেমন হবে তাহলে? একথা জানতে হলে পড়তে হবে এই বইটি। তোমরা জানলে
অবাক হবে যে কলকাতার ছোটোদের নাটকের দল বিডন স্ট্রিট শুভম এই নাটকের

প্রথম প্রযোজনা করেছিল। নাটকটি লিখেছেন শুভাশিস গঙ্গোপাধ্যায়।
তোমরা নিশ্চয়ই ভাবছো, তা আবার হয় নাকি। কেন হবে না? রবীন্দ্রনাথ সব তো
প্রতীকী অর্থে লিখেছেন। তাহলে একজন ছেলের বদলে কেন্দ্রীয় চরিত্রে একটি
মেয়েকে কল্পনা করা যাবে না কেন? সে মেয়ে বলে কি তাঁর ভাবনায় বিশ্বপথিক হবার
সাধ জাগ্রত হতে পারে না? এই সব প্রশ্ন আর ভাবনা থেকে তৈরি হয়েছে এমন একটি

বই যেখানে রবীন্দ্রনাথের এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অমল নয়, থেকে গেল সুধা।
তাহলে সব কি ওলোট পালোট হয়ে গেল’। ঐ নাটকের যাবতীয় আয়োজন, প্রচেষ্টা,
সংলাপ, পরিবেশ সব পাল্টে গেল। মূল কথা মাটি হয়ে গেল? বইটি তাহলে একবার হাতে
তুলে দেখে নাও। আর আমাদের জানিয়ে দাও যে তোমাদের কেমন লাগলো সে বই।

যখন ডাকঘর আছে অমল নেই। শুভাশিস গঙ্গোপাধ্যায়।

প্রকাশক: মৌহারি, মুদ্রণ- গ্রন্থন পাবলিশিং, পরিবেশক- অফবিট, মূল্য : ৪৫ টাকা।

 

 

Comments :0

Login to leave a comment