প্রতিবেশী দেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার স্বার্থে সব অংশের সঙ্গে গঠনমূলক আলোচনা চালাবে ভারত। শেখ হাসিনাকে বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা প্রসঙ্গে সোমবার এই প্রতিক্রিয়া দিয়েছে ভারত।
গত বছর বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের ব্যাপক বিক্ষোভের মুখে ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছিলেন শেখ হাসিনা। সোমবার বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইবুনালের তরফে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়।
বাংলাদেশের বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে যে শেখ হাসিনাকে ফেরানো উচিত ভারতের। দু’দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তির উল্লেখ করে এই দাবি তোলা হয়েছে বলে জানাচ্ছে বাংলাদেশের সংবাদমাধ্যম। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে নয়াদিল্লির সঙ্গে এই দাবি নিয়ে আলোচনা হয়েছে কিনা জানা যায়নি।
এদিন ভারতের বিদেশ মন্ত্রক বলেছে যে বাংলাদেশের আন্তর্জাতিক আদালতের রায় সম্পর্কে অবহিত আছে নয়াদিল্লি। পাশাপাশি, প্রতিবেশী দেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার কথা মাথায় রেখেই তারা এই বিষয়টি নিয়ে সমস্ত অংশের সাথে গঠনমূলক আলোচনা করা হবে।
ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত সবসময়ই বাংলাদেশের জনসাধারণের স্বার্থের প্রতি দায়বদ্ধ।
Hasina's death sentence
হাসিনার মৃত্যুদণ্ড: ভারতের বিবৃতিতে স্থিতিশীলতার পক্ষে আলোচনার বার্তা
×
Comments :0