শুক্রবার রাতে নেপালে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৩৭ জনে পৌঁছেছে বলে শনিবার নিশ্চিত করেছে নেপাল পুলিশ। পশ্চিম নেপালের জাজারকোট ও রুকুম জেলায় ১৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে নেপালের সরকারি টেলিভিশন।
জাতীয় ভূমিকম্প পরিমাপ কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জাজারকোটের লামিডন্ডা এলাকায়।
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের কার্যালয় জানিয়েছে, আহতদের তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণের জন্য দেশের তিনটি নিরাপত্তা সংস্থা মোতায়েন করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী দহাল 'প্রচণ্ড' শনিবার দেশের ভূমিকম্প কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দাইলেখ, সালিয়ান ও রোলপা জেলাসহ অন্যান্য জেলা থেকেও ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর আসছে। আহতদের কাঠমান্ডু থেকে প্রায় ৫০০ কিলোমিটার পশ্চিমে জাজারকোটের একটি হাসপাতালে চিকিৎসা হচ্ছে।
Nepal Earthquake
নেপালের পাহাড়ি প্রদেশে ভূমিকম্প, নিহত শতাধিক

×
Comments :0