বিশ্বজুড়ে সংহতি দিবস পালন হবে শনিবার। প্রতি বছরই ২৯ নভেম্বরেই পালিত হয় প্যালেস্তাইন সংহতি দিবস। কিন্তু তার ঠিক আগেও প্যালেস্তাইনের বিভিন্ন অংশে বারবার হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। গাজায় সংঘর্ষবিরতি জারি থাকার পরেও ক্রমণ, ত্রাণ ঢুকতে না দেওয়া সহ বিভিন্ন ধরণের অসহযোগিতা চলছে। পাশাপাশি ওয়েস্ট ব্যাঙ্কে চলছে হামলা। এমনকি পাশের দেশ সিরিয়ার বিভিন্ন অংশে ফের হামলা চালাচ্ছে ইজরায়েল।
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সিরিয়ার রাজধানী দামাসকাসে কামান ও মিসাইল নিয়ে হামলা চালায় ইজরায়েল। হামলায় ১৩ জন সিরিয়াবাসী নিহত হয়েছে। পাশাপাশি বেশ কিছু সাধারণ সিরিয়াবাসী আহতও হয়েছেন।
প্যালেস্তাইনের গাজার খান ইউনিস শহরেও এদিন হামলা চালায় ইজরায়েলি সৈন্য। সেখানেও অন্তত একজন প্যালেস্তিনীয় নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি ইজরায়েল অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে ও লাগাতার সন্ত্রাসবাদী আক্রমণ চালিয়ে ২জন নিরস্ত্র প্যালেস্তিনীয়কে খুন করে ইজরায়েলি সেনা।
আন্তর্জাতিক একটি সংগঠন সেভ দা চিলড্রেন তরফে জানা যাচ্ছ, ওয়েস্ট ব্যাঙ্কের উত্তরাংশে ইজরায়েলের অধিকৃত অংশে সর্বশেষ আক্রমণ চালিয়ে ওই অংশের সমস্ত অধিবাসীকেই আটক করে ইজরায়েলি সেনা। সেখানকার শিশুদের স্কুল যাওয়াও বন্ধ করে দেয় তারা। প্রায় ৭০০ জনের বেশি শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরিষেবা যেমন তাদের পড়াশোনা এবং নিরাপত্তা ব্যবস্থা সেটাও বন্ধ করে দিয়েছে ইজরায়েল। ওয়েস্ট ব্যাঙ্কে লাগাতার ধরপাকড় চলছে।
রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ বলেছেন, দুর্বল সংঘর্ষবিরতি চুক্তি হয়েছে ভয়াবহ ক্ষয়ক্ষতির পর। প্যালেস্তাইনের মাটিতে বেআইনি দখলদারি বন্ধ করতে হবে। ইজরায়েল এবং প্যালেস্তাইন, দুই পৃথক রাষ্ট্রের সূত্রই সমাধানের পথ। আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রসঙ্ঘে গৃহীত প্রস্তাব অনুযায়ী সেদিকেই এগতে হবে।
Palestine Solidarity
সংহতি দিবসের আগেও হামলা অব্যাহত প্যালেস্তাইনে
×
Comments :0