Kashmir Times

জম্মুতে ‘কাশ্মীর টাইমস’-র দপ্তরে তল্লাশি, ‘কার্তুজ’ মেলার প্রচার

জাতীয়

তল্লাশির প্রতিবাদে ‘কাশ্মীর টাইমস’-র সম্পাদক অনুরাধা ভাসিনের পোস্ট।

জম্মু ও কাশ্মীরে বহু পরিচিত সংবাদ প্রতিষ্ঠান ‘কাশ্মীর টাইমস’-র দপ্তরে তল্লাশি চলল বৃহস্পতিবার। কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রশাসন দিল্লি নিযুক্ত রাজ্যপালের হাতে। সংবাদমাধ্যমের একাংশে প্রচার চালানো হচ্ছে যে তল্লাশিতে সংবাদ প্রতিষ্ঠানটির দপ্তর থেকে নাকি একে-ফর্টিসেভেনের কার্তুজ মিলেছে!
বড় অংশের কাছেই এই প্রচার সাজানো বলেই মনে হয়েছে। জম্মু ও কাশ্মীরের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিপক্ষে সরব ছিলেন কাশ্মীর টাইমস-র কার্যকরী সম্পাদক অনুরাধা ভাসিন। একাধিক ঘটনায় আরএসএস-বিজেপি নিয়ন্ত্রিত উগ্র সাম্প্রদায়িক বাহিনীর চিন্তার বিপক্ষে অবস্থান নিয়েছেন। এদিন তল্লাশির পর সোশাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, মুখ বন্ধ করার আরেকটি প্রয়াস।
বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর রাজ্য গোয়েন্দা সংস্থা (এসআইএ)’র একটি দল তল্লাশি চালায় কাশ্মীর টাইমস-র দপ্তরে। এর আগে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে প্রতিষ্ঠানের নামে এফআইআর দায়ের করেছে রাজ্যপাল নিয়ন্ত্রিত এসআইএ। 
জম্মু ও কাশ্মীরের সবচেয়ে পুরনো সংবাদ প্রতিষ্ঠানগুলির অন্যতম কাশ্মীর টাইমস। ইংরেজি ভাষায় খবর প্রকাশ করে এই প্রতিষ্ঠান। সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে ২০১৯’র ৫ আগস্ট। তারপর থেকে বিজেপি-আরএসএস প্রশাসনের কার্যকলাপের অন্যতম সংবাদমাধ্যমের ওপর আঘাত। 
সাংবাদিক বেদ ভাসিন প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানকে সংবাদপত্রের প্রকাশ বন্ধ করতে হয়েছিল আগেই। চলছিল অনলাইন সংস্করণ। কার্যকরী সম্পাদক অনুরাধা ভাসিনকে জেরা করা হতে পারে বলে জানা যাচ্ছে।
জানা গিয়েছে, এই প্রতিষ্ঠানকে ঘিরে অভিযোগে ‘দেশের সার্বভৌমত্ব এবং সংহতি’ বিপন্ন হওয়ার মতো কার্যকলাপের কথা বলেছে এসআইএ। 
বৃহস্পতিবার ভোর ৬টায় প্রতিষ্ঠানের ম্যানেজার সঞ্জীব করনির কাছে ফোন করে এসআইএ। দপ্তর খুলতে বলা হয়। এসআইএ আধিকারিকরা বিভিন্ন নথি, কম্পিউটার, ল্যাপটপ পরীক্ষা করেন।

Comments :0

Login to leave a comment