'Bangla Bachao Yatra‘

‘বাংলা বাঁচাও যাত্রা’র সমর্থনে মালদহে দেওয়াল লিখন, দিনহাটায় মিছিল

জেলা

আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হবে ‘বাংলা বাঁচাও যাত্রা’। কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হয়ে ১৭ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার কামারহাটিতে শেষ হবে এই যাত্রা। হবে পথ সভা ও সমাবেশও। হবে কেন্দ্রীয় মিছিল। পাশাপাশি স্থানীয়ভাবে চলবে মিছিল ও নানা কর্মসূচিও। ‘বাংলা বাঁচাও যাত্রা’র এই সূচি ঘোষণা হয়ে গেছে। ভোটাধিকার সহ লড়াই করে আদায় করা সব অধিকার রক্ষার আহ্বানে এই কর্মসূচি। বাংলা বাঁচাও যাত্রা’র সমর্থনে জেলায় জেলায় জোর কদমে চলছে প্রচার। মালদহে স্থানীয় মানুষের দাবি নিয়ে বাংলা বাঁচাও যাত্রার প্রচারে হয়েছে দেওয়াল লিখন। মালদহে বাংলা বাঁচাও যাত্রা’র মিছিল হবে ২ ডিসেম্বর। মালদহ গঙ্গা, মহানন্দা, ফুলহর, কোশি সহ অন্যান্য নদী পরিবেষ্টিত এলাকা। হরিশ্চন্দ্রপুর-২ ব্লক, রতুয়া-১ ব্লক, মানিকচক, ইংরেজবাজার, কালিয়াচক ২ ও ৩ ব্লক এলাকা। মানিকচকের ভুতনীচরের তিনটি পঞ্চায়েত ও রতুয়া ১ ব্লকের মহানন্দাটোলা ও বিলাইমারি প্রতিবারই ভাঙনে বিপর্যস্ত হয়। রাজ্য সরকারের উদাসীন। বর্ষার সময় বালির বস্তা ফেলে ভাঙন ও বন্যা রোধের চেষ্টা করলে তা শুধুই অপচয় হয়। ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। সেই অহহায় মানুষের জীবিকা, অধিকারের ভাষ্য জোরালো করতে বাংলা বাঁচাও যাত্রার সমর্থনে দেওয়াল লিখে চলছে প্রচার।


বাংলা বাচাও যাত্রা কর্মসূচিকে সফল আহ্বান জানিয়ে এদিন দিনহাটায় মিছিল হয়। দিনহাটার প্রমোদ দাশগুপ্ত ভবনের সামন থেকে এই মিছিল শুরু হয়। মিছিলে ছিলেন সিপিআই(এম) জেলা সম্পাদকমন্ডলীর সদস্য মহানন্দ সাহা, তারাপদ বর্মন, প্রবীর পাল শুভ্রালোক দাস প্রমুখ। সিপিআই(এম) নেতৃবৃন্দ বলেন, সারা রাজ্য জুড়ে অরাজকতা চলছে। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে নানা কেলেঙ্কারিতে জড়িত রাজ্যের নেতা- মন্ত্রীরা এখন জেলে। এরাজ্যের শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা ভেঙে পড়েছে। কর্মসংস্থানের কোন ব্যবস্থাই নেই। দলে দলে রাজ্যের শ্রমিকরা ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিচ্ছেন। সেখানে গিয়ে নানা সমস্যার মধ্যে পড়েতে হচ্ছে তাদের। সরকারি যে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা সে ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে। গ্রামাঞ্চলে চিকিৎসার পরিকাঠামো নেই বললেই চলে। বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসক নেই, অন্যান্য স্বাস্থ্যকর্মী নেই, প্রয়োজনীয় ওষুধপত্র নেই। স্কুলগুলির অবস্থাও সংকটজনক। বহু স্কুলে শিক্ষক নেই, শিক্ষক অভাবে বহু স্কুল উঠে যাচ্ছে। তাই মানুষের সমস্যার সমাধানের দাবি নিয়ে আগামী ২৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা। এদিন প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে মিছিল বের হয়ে সেই মিছিল সারা শহর পরিক্রমা করে। দিনহাটা পাঁচ মাথা মোড়ে বিষয়টি নিয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।

Comments :0

Login to leave a comment