নভেম্বরের শুরুতে শীতের আমেজ থাকলেও এবার আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে আবারও তৈরী হচ্ছে নিম্নচাপ। যার জেরে আগামী কয়েকদিনের তাপমাত্রা বাড়তে চলেছে। নভেম্বরে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সব জায়গায়ই তাপমাত্রা দ্রুত নেমে যাওয়ায় শীতের আমেজ বাড়তে শুরু করে। শীতের অনুভূতিতে অভ্যস্ত হয়ে উঠছিলেন রাজ্যের মানুষ। তবে নিম্নচাপের জেরে শীতের সেই অনুভূতি আপাতত মিলছে না বলেই জানা যাচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, শ্রীলঙ্কা সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরী হয়েছে। আগামী ২৪ ঘন্টায় তা পশ্চিম থেকে উত্তর-পশ্চিমে সরতে থাকবে। সুতরাং, এই রাজ্যের উপর সরাসরি প্রভাব পড়ছেনা বলেই জানা যাচ্ছে। তবে দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই কয়েকদিনের জন্য দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে চলেছে। ফলত, কলকাতা ও তার পার্শবর্তী অঞ্চলগুলিতে কমবে কুয়াশার দাপট। হাওয়া অফিসের পূর্বাভাস সপ্তাহান্তে দার্জিলিং সহ বঙ্গের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলি আপাতত শুস্ক থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
বুধবার কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।সকালের দিকে কুয়াশা থাকলেও মূলত পরিষ্কারই ছিল এদিনের আকাশ। তবে শীতের আমেজ কবে ফিরবে সেই আশায় রয়েছেন রাজ্যের মানুষ।
weather
নিম্নচাপের জেরে থমকে শীতের আমেজ
×
Comments :0